ঘরে বসে বাংলাদেশের সকল ট্রেনের টিকিট কাটবেন যেভাবে!
ঘরে বসে বাংলাদেশের সকল ট্রেনের টিকিট কাটবেন যেভাবে!
আপনি কি ট্রেনের টিকিট কাটার ঝামেলা এড়িয়ে ঘরে বসে সহজেই টিকিট কাটতে চান?
এখন ঘরে বসেই অনলাইনে বাংলাদেশের যেকোনো ট্রেনের টিকিট কাটা সম্ভব!
চলুন জেনে নেই কীভাবে আপনি এই সুবিধা উপভোগ করবেন: ধাপে ধাপে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি:
১. রেজিস্ট্রেশন করুন: প্রথমে https://eticket.railway.gov.bd/ ওয়েবসাইটে যান বা "Rail Sheba" অ্যাপটি ডাউনলোড করুন। সেখানে আপনার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে রেজিস্ট্রেশন করুন। একটি OTP কোড আসবে, সেটা দিয়ে ভেরিফাই করুন।
২. লগইন করুন: রেজিস্ট্রেশনের পর ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইট বা অ্যাপে লগইন করুন।
৩. যাত্রার তথ্য দিন: যেখান থেকে যাবেন এবং যেখানে যাবেন সেটা বেছে নিন। যাত্রার তারিখ, ট্রেন ও শ্রেণি (শোভন, এসি, স্লিপার ইত্যাদি) সিলেক্ট করুন।
৪. টিকিট বুক করুন: পছন্দের ট্রেন ও সময় বেছে নিয়ে আসন সংখ্যা নির্ধারণ করুন। যাত্রীর তথ্য দিন (নাম, বয়স, NID/জন্মসনদ নম্বর)।
৫. পেমেন্ট করুন: বিকাশ, নগদ, রকেট, ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট নিশ্চিত হওয়ার পর আপনি ইমেইল বা SMS-এ একটি ই-টিকিট পাবেন।
৬. স্টেশনে গিয়ে কাগজের টিকিট সংগ্রহের দরকার নেই! আপনার ই-টিকিট প্রিন্ট বা মোবাইলে দেখালেই চলবে। একটু পরামর্শ: টিকিট কাটা শুরু হয় ১০ দিন আগ থেকে। বিশেষ উপলক্ষে আগেই বুকিং করে ফেলুন। সময় বাঁচাতে Rail Sheba অ্যাপ ব্যবহার করুন। নিরাপদ যাত্রা, আনন্দময় ট্রেন ভ্রমণ কামনা করি!
Dhonnobad